টেকনোলজি

মিশন সমুদ্রযান! প্রথম বার সমুদ্রের ৬ কিলোমিটার গভীরে অভিযান ভারতের

মিশন সমুদ্রযান! প্রথম বার সমুদ্রের ৬ কিলোমিটার গভীরে অভিযান ভারতের
Key Highlights

আমেরিকা, রাশিয়া, জাপান, ফ্রান্স ও চিন এই ধরনের গভীর সমুদ্রাভিযান করেছে। সফল হলে ভারতও ঢুকে পড়বে সেই তালিকায়।

চন্দ্রযান, মঙ্গলযানের পর এ বার সমুদ্রযান। মহাকাশের পর এ বার অতল সমুদ্র। লক্ষ্য হল, সমুদ্রের ৬০০০ মিটার গভীরে মানুষ পাঠানো। কিছুটা সাবমেরিনের মতো যে যানটিতে করে এই অভিযান হবে, তার নাম রাখা হয়েছে ‘মৎস্য ৬০০০’। এর আগে আমেরিকা, রাশিয়া, জাপান, ফ্রান্স ও চিন এই ধরনের গভীর সমুদ্রাভিযান করেছে। সফল হলে ভারতও ঢুকে পড়বে সেই তালিকায়।

প্রকৃতির রহস্য ভেদ করতে নতুন অভিযান শুরু করলো ভারত, এই অভিযান হবে ‘মৎস্য ৬০০০’ নামক যানে

বিজ্ঞানীদের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, তিন জন মানুষ নিয়ে সমুদ্রের গভীরে যাবে মৎস্য ৬০০০। যানটিতে থাকবে অত্যাধুনিক প্রযুক্তির সেন্সর ও যন্ত্রপাতি। থাকবে সমুদ্রতলে খননকার্য চালানোর ব্যবস্থাও। সমুদ্রের গভীরে জলের চাপ বেশি। সেই চাপ সামলানোও বড় চ্যালেঞ্জ প্রযুক্তিবিদদের কাছে। ১২ ঘণ্টা জলের তলায় থাকতে পারবে যানটি। তবে আপৎকালীন পরিস্থিতিতে ৯৬ ঘণ্টা পর্যন্ত জলের নীচে থাকতে পারবে এই যান।

কেন্দ্রের ভূ-বিজ্ঞান মন্ত্রকের তত্ত্বাবধানে ইসরো, আইআইটি মাদ্রাজ এবং ডিআরডিও-র বিজ্ঞানীরা হাত মিলিয়ে তৈরি করেছেন মৎস্য় ৬০০০-এর নকশা। ২০২০-২১ থেকে ২০২৫-২৬ সালের মধ্যে এই ধরনের গভীর সমুদ্রাভিযান চালানোর জন্য মোট ৪০৭৭ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। ২০২৪ সাল পর্যন্ত গবেষণার প্রথম ধাপের জন্য বরাদ্দ হয়েছে ২৮২৩.৪ কোটি টাকা।

পৃথিবীর উপরিতলের প্রায় ৭০ শতাংশই সমুদ্র। অথচ গভীর সমুদ্রের ৯৫ শতাংশই এখনও মানুষের অজানা। বিশেষ করে ভারতে ৭৫১৭ কিলোমিটার দীর্ঘ সমুদ্র উপকূল রয়েছে। তাই এই ধরনের অভিযান শুধু প্রযুক্তিগত দিক থেকে নয়, অর্থনীতির দিক থেকেও গুরুত্বপূর্ণ হতে পারে বলে ধারণা বিজ্ঞানীদের।


Khaleda Zia | খালেদা জিয়ার 'জানাজা'য় লোকে লোকারণ্য, মায়ের জন্যে ‘দোয়া’ চাইলেন ছেলে তারেক
Nandini Chakraborty | রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব হচ্ছেন নন্দিনী চক্রবর্তী! নতুন দায়িত্বে বিদায়ী মনোজ পন্থ
Rice Producer | বছর শেষে সাফল্য! চাল উৎপাদনে চিনের একাধিপত্য ভেঙে বিশ্ব সেরা হল ভারত!
Khaleda Zia | প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, শোক প্রকাশ মোদী-ইউনুস-হাসিনার!
Bangladesh | নির্বাচনের আগেই জল্পনা পদ্মাপাড়ে, জামাত ইসলামির সঙ্গে জোট বাঁধছে এনসিপি!
Uttar Pradesh | নিয়ম করে পড়তে হবে হিন্দি-ইংরেজি খবরের কাগজ, নির্দেশিকা জারি উত্তরপ্রদেশ সরকারের
Weather Update | বড়দিনের আমেজে শীতে জবুথবু কলকাতা, একনজরে মহানগরের আজকের আবহাওয়া আপডেট