HS Exam 2023 (WB): রাত পোহালেই উচ্চমাধ্যমিক, এবার কি কি নিয়মাবলী আছে, আসুন জেনে নিই
সকল পরীক্ষার্থীদের জানায় শুভেচ্ছা। এই প্রথমবার রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর, মেটাল ডিটেক্টর ও আরএফডি থাকতে চলেছে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রগুলিতে।
আগামীকাল ১৪ই মার্চ, ২০২৩ (মঙ্গলবার), পশ্চিমবঙ্গে শুরু হবে ২০২৩-এর একাদশ শ্রেণীর বার্ষিক ও দ্বাদশ শ্রেণীর উচ্চ- মাধ্যমিক পরীক্ষা। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৮ লক্ষ ৫২ হাজার। একাদশ শ্রেণীর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৮ লক্ষ। পরীক্ষার্থীদের প্রতি উদ্দেশ্য করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য কিছু বলেছেন।
এই প্রথমবার উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় একটি প্রশ্নপত্র ও একটি উত্তরপত্রে পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা। কি শুনে একটু অবাক হলেন তো! আসুন একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। নতুন এই ব্যবস্থায় উত্তরপত্র আগে থেকেই ছাপানো থাকছে। উত্তরপত্রের প্রথম পৃষ্ঠায় থাকছে এমসিকিউ-এর (MCQ) উত্তর লেখার জন্য নির্ধারিত জায়গা এবং পরবর্তী দু’টি পৃষ্ঠায় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এসএকিউ-এর (SAQ)উত্তর লেখার জন্য।
উত্তর যথেষ্ট সংক্ষিপ্তভাবে লিখতে হবে। ঠিক যেটা জিজ্ঞেস করা হয়েছে সেটার উত্তর লিখতে হবে নির্দিষ্ট বক্সে। তাতে একটা বা দু’টো লাইনের বেশি লেখা যাবে না। যদি কোনও এসএকিউ-এ শূন্যস্থান পূরণ করতে বলা হয়, তা হলে পরীক্ষার্থী উত্তরপত্রে নির্ধারিত স্থানে শুধু শূন্যস্থান পূরণকারী শব্দ তথা উত্তরটি লিখলেই হবে। গোটা বাক্যটি তুলে ধরে লেখার প্রয়োজন নেই।
সকাল ১০টা থেকে দুপুর ১টা বেজে ১৫ মিনিট পর্যন্ত উচ্চ-মাধ্যমিক পরীক্ষা চলবে। পরীক্ষার্থীরা সকাল ৯ টা বেজে ৩০ মিনিট থেকেই পরীক্ষাগারে প্রবেশ করতে পারবে এবং উত্তরপত্র জমা দিয়ে বেরিয়ে যেতে পারবেন দুপুর ১২ টা বেজে ৪৫ মিনিটে। মোবাইল বা অন্যান্য বৈদ্যুতিন যন্ত্রপাতি নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ।
পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় পুলিশি নজরদারিতে কড়া ও কঠোরভাবে চেকিং করা হবে। পরীক্ষার ঘরে ঢোকার সময় পরীক্ষার্থীদের কাছে মোবাইল নেই, সেই সম্পর্কে নিশ্চিত হতে প্রয়োজনে আরেক দফা চেকিং করবেন ইনভিজিলেটররা। এবারই প্রথম মোবাইল ধরতে ব্যবহার হবে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর। শিক্ষিকারা সকাল ১০টা ১৫-য় প্রশ্নপত্র বিতরণ করবেন। পরীক্ষা আরম্ভ হওয়ার পর প্রথম ১ ঘন্টার মধ্যে কোনো পরীক্ষার্থীকে শৌচালয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।
- Related topics -
- শিক্ষা
- উচ্চমাধ্যমিক
- উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ
- রাজ্য