Bharati Ghosh | নিজের হাতে তৈরী করেছিলেন অন্তত ৩ হাজার টিটি খেলোয়াড়কে, প্রয়াত কিংবদন্তি কোচ ভারতী ঘোষ!
Monday, February 24 2025, 12:26 pm
Key Highlightsবাংলার টেবিল টেনিসের জগতে শোকের ছায়া। প্রয়াত কিংবদন্তি টিটি কোচ ভারতী ঘোষ।
বাংলার টেবিল টেনিসের জগতে শোকের ছায়া। প্রয়াত কিংবদন্তি টিটি কোচ ভারতী ঘোষ। খেলাধুলোর জগতে তিনি ‘বাঈ’ নামেই পরিচিত ছিলেন। ভারতী ঘোষের হাত ধরে সর্বভারতীয় এবং আন্তর্জাতিক স্তরে অন্তত ৩ হাজার টিটি প্লেয়ার উঠে এসেছে। অনেক দুস্থ এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরও কোচিং করিয়েছেন। জীবনটাকেই উৎসর্গ করে দিয়েছিলেন টেবিল টেনিসকে। রাজ্য সরকারের তরফে ২০১৯ সালে বঙ্গরত্ন এবং ২০২১ সালে ক্রীড়া দপ্তরের তরফে ‘ক্রীড়া গুরু’ সম্মানে ভূষিত করা হয়েছিল তাঁকে। ভারতী ঘোষের প্রয়াণে কেবল টিটিই নয়, শোকাহত গোটা বাংলার ক্রীড়া জগৎ।
- Related topics -
- খেলাধুলা
- অন্য খেলা
- টেবিল টেনিস
- প্রয়াত
- রাজ্য
- পশ্চিমবঙ্গ

