Tapasi Mandal | তৃণমূলে এসেই পেলেন পদ! রাজ্যের নারী উন্নয়ন বোর্ডের চেয়ারপার্সন হলেন তাপসী মণ্ডল
Thursday, March 13 2025, 3:35 pm
Key Highlightsছাব্বিশের বিধানসভা ভোটের আগে শাসকদলের শক্তি বাড়িয়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিধায়ক। রাজ্যের নারী উন্নয়ন বোর্ডের চেয়ারপার্সন পদে বসানো হল তাঁকে।
সোমবার বিধানসভা ভবনের অধিবেশনে যোগ দিতে এসেছিলেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। সেদিন সভা থেকেই তৃণমূল ভবনে গিয়ে দলবদল করেন তাপসী। অরূপ বিশ্বাসদের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে যোগ দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সেদিন দেখাও করেন তাপসী। বুধবার বিকাশ ভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় রাজ্যের নারী উন্নয়ন বোর্ডের চেয়ারপার্সন পদে বসানো হল তাঁকে। তাঁর অধীনেই এবার থেকে বোর্ড চলবে। তাঁর সহায়তার জন্য থাকবেন আইএএস এবং WBCS আধিকারিকরা।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল সাংসদ
- তৃণমূল নেতা
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল কর্মী
- বিজেপি সাংসদ
- বিজেপি নেত্রী
- বিজেপি প্রার্থী
- বিজেপি
- নারী সুরক্ষা

