ব্রণ থেকে বলিরেখা, ত্বকের যাবতীয় পরিচর্যায় এবার এল এলইডি আলো থেরাপি
Wednesday, July 28 2021, 12:22 pm

আমরা সকলেই কমবেশি আমাদের ত্বক নিয়ে সচেতন । তাই ত্বক ভাল রাখতে পরিচর্যা করাটাও জরুরি। এবার এই রূপচর্চার নবতম সংযোজন এলইডি আলো থেরাপি। কমবয়সিদের মধ্যে এই এলইডি আলো থেরাপি ক্রমে জনপ্রিয় হয়ে উঠছে। সূর্যের কড়া রোদে পুড়ে যাওয়া ত্বক, ব্রণের দাগ বা জৌলুসহীন ত্বক- সবেরই সমাধান লুকিয়ে রয়েছে এই এলইডি থেরাপির মধ্যে। চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, এলইডি খুব সহজে এবং অনেক কম সময়ে ত্বক মেরামত করে ও জৌলুস ফিরিয়ে আনে।
- Related topics -
- লাইফস্টাইল
- রূপচর্চা
- উজ্জ্বল ত্বক