Israel Strike | পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণে আতঙ্কিত লেবানন, এরই মধ্যে বড়সড় হামলা চালাল ইজরায়েল
Friday, September 20 2024, 6:48 am
Key Highlightsলেবাননে পর পর পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণে আতঙ্কের পরিবেশ। এই আবহেই সেদেশে বড়সড় হামলা চালাল ইজরায়েল।
লেবাননে পর পর পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণে আতঙ্কের পরিবেশ। এই আবহেই সেদেশে বড়সড় হামলা চালাল ইজরায়েল। জানা গিয়েছে, ধ্বংস হয়েছে ১০০০ ক্ষেপণাস্ত্র। তবে দুই দেশকেই আপাতত শান্ত থাকতে অনুরোধ জানিয়েছে আমেরিকা, ব্রিটেন। সূত্রের খবর, দক্ষিণ লেবাননজুড়ে ছড়িয়ে থাকা হেজবোল্লার একাধিক ঘাঁটিতে আক্রমণ শানিয়েছে ইজরায়েল। বেশ কয়েকটি ভবন এবং অস্ত্রভাণ্ডারও ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলায়। উল্লেখ্য, গত মঙ্গলবার পেজার বিস্ফোরণে রক্তাক্ত হয়েছে লেবানন। প্রাণ গিয়েছে ১২ জনের। আহত ৪ হাজারের কাছাকাছি।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইজরায়েল
- যুদ্ধ

