Ayodhya Ram Temple | অযোধ্যার রাম-দরবারের প্রাণপ্রতিষ্ঠায় আমন্ত্রণ মিলবেনা নেতা-মন্ত্রীদের!

Wednesday, May 21 2025, 5:30 pm
Ayodhya Ram Temple | অযোধ্যার রাম-দরবারের প্রাণপ্রতিষ্ঠায় আমন্ত্রণ মিলবেনা নেতা-মন্ত্রীদের!
highlightKey Highlights

হবে রাম দরবারের প্রাণপ্রতিষ্ঠা। তবে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে না কোনও নেতা-মন্ত্রীকেই।


২০২৪-এর ২২ জানুয়ারি অযোধ্যায় একগুচ্ছ নেতা মন্ত্রী সহ রাম মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৫ জুনের মধ্যেই শেষ হবে অযোধ্যার রাম মন্দিরের নতুন অংশের নির্মাণ কাজ। তবে এবার রাম দরবারের প্রাণপ্রতিষ্টায় ডাকা হবেনা কোনও নেতা মন্ত্রীকে। শ্রী রাম জন্মভূমি নির্মাণ ট্রাস্টের চেয়ারম্যান জানিয়েছেন, “রাম মন্দির নির্মাণের নেপথ্যে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। ৫০০ বছরেরও বেশি সংগ্রামের পর এই মুহূর্তটি এসেছে।” আগামী ৩ থেকে ৫ জুনের মধ্যেই রাম দরবারের প্রাণপ্রতিষ্ঠা হবে বলে খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File