R G Kar Case | নতুন করে তদন্ত 'চান না' আরজিকর কাণ্ডের নির্যাতিতার মা-বাবা! সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করলেন আইনজীবী!
আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন কাণ্ডে নতুন করে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন নির্যাতিতার বাবা মা।
আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন কাণ্ডে নতুন করে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন নির্যাতিতার বাবা মা। ২০২৪ সালের আগস্ট মাসে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে যে মামলাটি শুরু করেছিল, তাতেই 'ইন্টারভেনশন অ্যাপ্লিকেশন' হিসেবে এই আবেদন করেছিলেন তারা। তবে সেই মামলাটি প্রত্যাহার করে নিলেন তাঁদের আইনজীবী করুণা নন্দী। বুধবার মামলার শুনানিতে বিচারপতি মন্তব্য করেন, 'পরিবারের আবেদনের বিষয়গুলি বিতর্কসাপেক্ষ। তা নিয়ে দু'তরফের সওয়াল শুনতে হবে। ফলশ্রুতি দীর্ঘমেয়াদী হতে পারে।'