Vineet Goyel | বিনীত গোয়েলের অপসারণ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ আইনজীবী, 'কালকের দিনটা দেখুন', বললেন বিচারপতি
Wednesday, September 4 2024, 8:29 am
Key Highlightsপুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলের অপসারণ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আইনজীবী।
বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে প্রতিবাদে পথে নেমেছিলেন জুনিয়র ডাক্তাররা। লালাবাজরে গিয়ে সেই আবেদনও জমা দেন আন্দোলনকারীরা। এবার পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলের অপসারণ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আইনজীবী। মামলাকারীর দাবি, "সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেছেন নগরপাল। তিনি মৃত চিকিত্সকের নাম প্রকাশ করেছেন। পুলিশকমিশনার পদ থেকে সরানো হোক তাঁকে।" এই প্রসঙ্গে হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, "সুপ্রিম কোর্টে কাল জানান। দেখা যাক সুপ্রিম কোর্টে কী হয়! তারপর আবার জানাবেন। কালকের দিনটা দেখুন।"
- Related topics -
- শহর কলকাতা
- হাইকোর্ট
- কলকাতা হাইকোর্ট
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- কলকাতা পুলিশ
- পুলিশ

