ক্রাইম

এটিএমে ভয়াবহ জালিয়াতির শিকার, ৬৮ হাজার খোয়ালেন প্রৌঢ়!

এটিএমে ভয়াবহ জালিয়াতির শিকার, ৬৮ হাজার খোয়ালেন প্রৌঢ়!
Key Highlights

শুধু এটিএম থেকে নগদ টাকা তোলা নয়, তাঁর এটিএম কার্ড ব্যবহার করে প্রায় পঞ্চাশ হাজার টাকার সোনার গয়নাও কিনেছে অভিযুক্ত।

এটিএম জালিয়াতির শিকার হয়ে এবার ৬৮ হাজার টাকা খোয়া গেল এক প্রৌঢ়ের। শুধু এটিএম থেকে নগদ টাকা তোলা নয়, তাঁর এটিএম কার্ড ব্যবহার করে প্রায় পঞ্চাশ হাজার টাকার সোনার গয়নাও কিনেছে অভিযুক্ত। 

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। প্রতারিত প্রৌঢ়ের নাম অনুপ শিকদার। তিনি ক্যানিং বাজারের স্টেট ব্যাঙ্কের একটি এটিএম থেকে গত শুক্রবার টাকা তুলতে যান। কিন্তু মেশিনে কিছু সমস্যা থাকায় তিনি টাকা তুলতে পারছিলেন না।

সেই সময় অজ্ঞাতপরিচয় এক যুবক এসে তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আর সেই সুযোগেই অনুপ বাবুর এটিএম কার্ডটা পাল্টে নেন অভিযুক্ত। বিষয়টি টের পাননি তিনি। আর এরপরেই প্রথমে নগদে ২০ হাজার টাকা এটিএম থেকে তুলে নেয় অভিযুক্ত। এরপরই ব্যাঙ্কে গিয়ে এটিএমটি ব্লক করেন অনুপ বাবু। গোটা ঘটনার কথা জানিয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হলেও অভিযুক্ত এখনও অধরা।


ED Raid | সাতসকালে ফের অ্যাকশন মোডে ইডি, কলকাতা সহ পশ্চিমবঙ্গের ২০টি জায়গায় চলছে তল্লাশি
Delhi Blast | মানুষ মারার চেষ্টা! দিল্লি বিস্ফোরণের অভিযুক্ত চিকিৎসককে বেধড়ক মারধর বন্দীদের
Teacher Recruitment | রাজ্যে ১৩ হাজারের বেশি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ! আবেদন করা যাবে বুধবার থেকেই!
Delhi Blast | ‘সুইসাইড বম্বিং আদতে শহিদ অভিযান’! আত্মঘাতী হামলার আগে ভিডিয়ো উমরের!
Sheikh Hasina Verdict | হাসিনাকে ফেরত চাইলো ঢাকা, বিবৃতি জারি করে উত্তর দিলো নয়াদিল্লি!
Delhi Blast | দিল্লির বিস্ফোরণে ব্যবহার করা হয় দুধরণের বিস্ফোরক! অভিযুক্ত উমরের পায়ে ছিল ‘জুতা বোমা’!
Shubman Gill | ইডেনে আর খেলবেন না ক্যাপ্টেন 'গিল', আইসিইউতে চিকিৎসা চলছে তাঁর