অন্যান্য

Sadhguru | গত এক বছরে ১২.২ কোটি চারা গাছ রোপণ করেছেন সদগুরু, 'কাবেরীর আহ্বান'-এ উপকৃত হবেন ২.৩৮ লক্ষ কৃষক!

Sadhguru | গত এক বছরে ১২.২ কোটি চারা গাছ রোপণ করেছেন সদগুরু, 'কাবেরীর আহ্বান'-এ উপকৃত হবেন ২.৩৮ লক্ষ কৃষক!
Key Highlights

কাবেরীর আহ্বান (Cauvery Calling) আন্দোলনের মাধ্যমে ২০২৪ থেকে ২৫ সাল পর্যন্ত কাবেরীর তীরে মোট ৩৪ হাজার একর জমিতে ১২.২ কোটি চারা গাছ রোপণ করেছেন সদগুরু ও তাঁর অনুরাগীরা।

গত এক বছরে ১২.২ কোটি চারা গাছ রোপণ করেছেন সদগুরু ও তাঁর অনুরাগীরা। বিশ্ব পরিবেশ দিবসে এই প্রসঙ্গে একটি প্রেস বিবৃতি জারি করে সদগুরুর সংস্থা ইশা ফাউন্ডেশন। তাতে জানানো হয়েছে, কাবেরীর আহ্বান (Cauvery Calling) আন্দোলনের মাধ্যমে ২০২৪ থেকে ২৫ সাল পর্যন্ত কাবেরীর তীরে মোট ৩৪ হাজার একর জমিতে ১২.২ কোটি চারা গাছ রোপণ করেছেন সদগুরু ও তাঁর অনুরাগীরা। যা ২.৩৮ লক্ষ দেশের কৃষককে কৃষিকাজে সহায়তা করছে। এই কাবেরীর আহ্বান আসলে কৃষকদের দ্বারা চালিত একটি আন্দোলন। যা পরিবেশকে নতুন রূপ প্রদান করবে।