US | গত এক বছরে আমেরিকায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রায় ১ লক্ষ ভারতীয়
Monday, October 28 2024, 3:56 pm
Key Highlightsগত বছর আমেরিকায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে প্রতি ঘণ্টায় ১০ জন ভারতীয়কে গ্রেফতার হয়েছেন।
গত বছর আমেরিকায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে প্রতি ঘণ্টায় ১০ জন ভারতীয়কে গ্রেফতার হয়েছেন। মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশ বিভাগ জানিয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করতে চাওয়া ভারতীয়দের সংখ্যা প্রায় এক লক্ষের কাছাকাছি। এই অভিযোগে গত বছর ২৯ লক্ষ মানুষকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৯০,৪১৫ জনই ভারতীয়। এই ভারতীয়দের মধ্যে আমেরিকা কানাডা সীমান্ত থেকে ৪৩,৭৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- ভারত
- দেশ
- ভারতীয়

