Himachal | হিমাচল প্রদেশের মান্ডিতে ধস-বন্যায় বিপর্যস্ত জনজীবন! মৃত্যু ৩ জনের, নিখোঁজ ৩০-রও বেশি!
Tuesday, July 1 2025, 5:51 pm

প্রাকৃতিক দুর্যোগের জেরে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৩০ জনেরও বেশি।
হিমাচল প্রদেশের মান্ডিতে ধস ও বন্যায় বিপর্যস্ত জনজীবন। প্রাকৃতিক দুর্যোগের জেরে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৩০ জনেরও বেশি। সোমবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে মান্ডি জেলার বিভিন্ন এলাকায় নেমেছে ধস। কারসোগ, সেরাজ এবং ধরমপুর এলাকায় কার্যত ব্যাহত স্বাভাবিক জীবন। ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে স্তব্ধ কিতারপুর মানালি জাতীয় সড়ক। যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় বহু যাত্রী রাতভর টানেলে আটকে পড়েন। ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু করেছে প্রশাসন এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী।