Uttarakhand | ভূমিধসে বিধস্ত উত্তরাখণ্ড, জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে বন্দি ১৯ কর্মী, জোরকদমে চলছে উদ্ধারকাজ
Sunday, August 31 2025, 3:03 pm

সুড়ঙ্গ থেকে বের হওয়ার আপৎকালীন গেট মাটির নিচে চাপা পড়েছে। ভিতরে বন্দি রয়েছেন এনএইচপিসি-র ১৯ জন কর্মী।
প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরাখণ্ড। স্থানীয় প্রশাসনের তরফে খবর, ভারী বৃষ্টিপাতের কারণে এদিন পিথোরগড়ের ধৌলিগঙ্গা বিদ্যুৎপ্রকল্পে ধস নামল। ধসের জেরে সুড়ঙ্গের ভিতর থেকে বেরোনোর রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়েছে। ভিতরে বন্দি রয়েছেন NHPCর ১৯ জন কর্মী। ধারচুলার উপ-জেলাশাসক জিতেন্দ্র বর্মা জানান, উদ্ধারকাজ চালিয়ে যেতে এবং ধসের জেরে হওয়া ধ্বংসাবশেষ পরিষ্কার করতে একাধিক জেসিবি মেশিন আনা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রের মুখ পরিষ্কার করার পর সন্ধ্যার মধ্যেই আটকে থাকা কর্মীদের ভিতর থেকে বের করে আনা হবে।
- Related topics -
- দেশ
- উত্তরাখন্ড
- ভূমিধস
- বৃষ্টিপাত