Cyclone Dana Update | শেষ 'দানা'র ল্যান্ডফল! দুপুরের মধ্যে শক্তি হারিয়ে সাইক্লোন থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে 'দানা'
ডানা ল্যান্ডফল করেছে, ওড়িশা ও বাংলার উপকূলে বৃষ্টি ও ঝড় চলছে, ক্ষয়ক্ষতি হয়েছে।
শেষ হলো ঘূর্ণিঝড় 'দানা'র ল্যান্ডফল। কমেছে গতিও। আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুরের মধ্যে শক্তি হারিয়ে সাইক্লোন থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে দানা। এরপর আরও শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় নিম্নচাপে পরিণত হবে। তারপর দক্ষিণ পশ্চিম দিকে বাঁক নিতে পারে বলে খবর। জানা গিয়েছে, তীব্র ঘূর্ণিঝড়ের আকারে থাকলেও গতিবেগ ৯০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা হয়েছে দানার। যা ছিল সর্বোচ্চ একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘণ্টা। এই সাইক্লোনের দাপটে ওড়িশা ও বাংলার উপকূলবর্তী এলাকায় চলছে প্রবল বৃষ্টি।