Lalu Prasad Yadav | দল ছাড়ছেন লালু-র কন্যা! ছাড়ছেন পরিবারও! নির্বাচনের ফল-এর জের?

মেয়ে রোহিণী আচার্য এক্স হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করে জানান, তিনি রাজনীতি ছাড়ছেন।
বিহারে নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি লালুপ্রসাদ যাদবের দল আরজেডি। শনিতে আবার ধাক্কা। লালুপ্রসাদ যাদবের মেয়ে রোহিণী আচার্য এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে জানিয়েছেন, তিনি রাজনীতি ছাড়ছেন। পরিবারের সাথেও সম্পর্ক রাখতে চাইছেন না রোহিণী। উল্লেখ্য, নির্বাচনের আগেই রোহিনী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আমি একজন মেয়ে এবং বোন হিসেবে নিজের দায়িত্ব পালন করে এসেছি। আগামিদিনেও করব। তবে আমার পদের কোনও মোহ নেই। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাও নেই। আমার কাছে আত্মসম্মানটাই আসল।’
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজনীতিবিদ
- রাজনৈতিক ঝামেলা
- রাজনৈতিক দল
- বিহার
