Kolkata: জিরাট সেতুর সংস্কার চেয়ে সেচ দপ্তরকে চিঠি দিল লালবাজার

Tuesday, March 7 2023, 8:21 am
Kolkata: জিরাট সেতুর সংস্কার চেয়ে সেচ দপ্তরকে চিঠি দিল লালবাজার
highlightKey Highlights

জিরাট সেতু মেরামত করে পণ্যবাহী গাড়ি চলাচলের উপযুক্ত করার জন্য সেচ দফতরকে চিঠি দিল লালবাজার


মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর শহরের বিভিন্ন ব্রিজ ও ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর টালি খালের ওপরের তিনটি সেতু, জিরাত সেতু (চিড়িয়াখানার সামনের পুরনো লোহার সেতু), কালীঘাট সেতু ও খিদিরপুর লোহার সেতুর ওপর দিয়ে ভারী পণ্যবাহী যান চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। এ বার জিরাত সেতু মেরামত করে পণ্যবাহী যান চলাচলের উপযোগী করে তোলার জন্য সেচ দফতরকে চিঠি দিয়েছে লালবাজার। গত সপ্তাহে সেই চিঠি দেওয়া পৌঁছেছে রাজ্য সেচ দফতরের কাছে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File