Key Highlights
জিরাট সেতু মেরামত করে পণ্যবাহী গাড়ি চলাচলের উপযুক্ত করার জন্য সেচ দফতরকে চিঠি দিল লালবাজার
মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর শহরের বিভিন্ন ব্রিজ ও ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর টালি খালের ওপরের তিনটি সেতু, জিরাত সেতু (চিড়িয়াখানার সামনের পুরনো লোহার সেতু), কালীঘাট সেতু ও খিদিরপুর লোহার সেতুর ওপর দিয়ে ভারী পণ্যবাহী যান চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। এ বার জিরাত সেতু মেরামত করে পণ্যবাহী যান চলাচলের উপযোগী করে তোলার জন্য সেচ দফতরকে চিঠি দিয়েছে লালবাজার। গত সপ্তাহে সেই চিঠি দেওয়া পৌঁছেছে রাজ্য সেচ দফতরের কাছে।
- Related topics -
- রাজ্য
- উড়ালপুল বন্ধ
- লালবাজার
- কোলকাতা