শহর কলকাতা

Ulto Rath Yatra 2025 | উইকেন্ডে উল্টোরথ-মহরম, ট্র্যাফিক ব্যবস্থায় বিশেষ নজর লালবাজারের, মোতায়েন ৫০০০ পুলিশকর্মী

Ulto Rath Yatra 2025 | উইকেন্ডে উল্টোরথ-মহরম, ট্র্যাফিক ব্যবস্থায় বিশেষ নজর লালবাজারের, মোতায়েন ৫০০০ পুলিশকর্মী
Key Highlights

শনিবার উল্টো রথ এবং কাল, রবিবার মহরমের দিন ‍নিরাপত্তার পাশাপাশি শহরের ট্র্যাফিক ব্যবস্থায় বিশেষ নজর দিচ্ছে লালবাজার।

আজ শনিবার উল্টোরথ। শহরের বিভিন্ন প্রান্তে রথ নিয়ে শোভাযাত্রা বেরোবে। অগুনতি মানুষের জমায়েতের আশঙ্কা করছে প্রশাসন। এর জলে শহরের কিছু রাস্তায় যানজট সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আজ উল্টো রথ এবং কাল, রবিবার মহরমের দিন ‍নিরাপত্তার পাশাপাশি শহরের ট্র্যাফিক ব্যবস্থায় বিশেষ নজর দিচ্ছে লালবাজার। সূত্রের খবর, শহরের রাস্তায় দু’হাজার অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, শনি রবি মিলিয়ে মোট ৫০০০ পুলিশকর্মী শহরের রাস্তায় নিরাপত্তার দায়িত্বে থাকছেন।