রাজ্যসার্জেন্টদের উপর নজরদারি! রাতে শহরে রাস্তায় কর্মরত সার্জেন্টদের উপর নজরদারি চালাবে লালবাজার।
লালবাজার ট্র্যাফিক কন্ট্রোল রুমের ঠিক করে দেওয়া নির্দিষ্ট জায়গাতেই কাজ করতে হবে রাস্তায় কর্মরত সার্জেন্টদের। রাতের ডিউটিতে থাকা প্রতিটি ট্র্যাফিক গার্ডের দু’জন করে অফিসারের জন্য নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা হয়েছে, সেখানেই তাঁদের ডিউটি করতে হবে রাতভর। লালবাজার জানিয়েছে, বৃহস্পতিবার রাতে এই মর্মে কলকাতা পুলিশের ২৫টি ট্র্যাফিক গার্ডে নির্দেশ পাঠানো হয়েছে ট্র্যাফিক কন্ট্রোল রুমের তরফে। শনিবার থেকেই ওই নির্দেশ কার্যকর হয়েছে। পুলিশ জানিয়েছে, শহরের ৪৯টি জায়গাকে বেছে নেওয়া হয়েছে রাতের শহরে সার্জেন্টদের কাজ করার জন্য। প্রতিটি এলাকাতেই সিসি ক্যামেরা রয়েছে। ফলে রাতে ডিউটিতে অফিসার রাস্তায় থাকছেন কি না, তা লালবাজার থেকে দেখে নিতে পারবেন কন্ট্রোল রুমে থাকা আধিকারিকেরা।