Lachen-Lachung | প্রবল বৃষ্টি ও ধসের জেরে বন্ধ লাচেন-লাচুং এর রাস্তা, পারমিট বাতিল পর্যটকদের
Wednesday, May 21 2025, 4:41 am

প্রবল বৃষ্টি ও ধসের কারণে বন্ধ লাচেন ও লাচুং-এর রাস্তা। পর্যটকদের জন্য পারমিট বন্ধ করে দেওয়া হয়েছে।
পহেলগাঁও হামলার পরই উল্লেখ্যযোগ্যভাবে কমেছে কাশ্মীর ভ্রমণের পরিমান। পাল্লা দিয়ে জনপ্রিয় হয়েছে হিমাচল প্রদেশ ও সিকিমে ট্যুর প্ল্যান। তবে ফের ধসের জেরে জেরবার পর্যটকেরা। সূত্রের খবর, প্রবল বৃষ্টির পর জলস্রোতের কারণে সাংকালান ও ফিডংয়ের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। সাংকালান সেতুর কাছে আটকে গিয়েছে পর্যটকদের গাড়ি। ধসের কারণে বন্ধ করা হয়েছে লাচেন ও লাচুং এর রাস্তা। আবহাওয়া অনুকূল না হওয়া পর্যন্ত বুধবার অবধি পর্যটকদের পুরোনো পারমিট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সিকিম প্রশাসন।