Sikkim | বিধ্বস্ত সিকিমের লাচেন-লাচুং, দেড় হাজার পর্যটককে সরানো হলো নিরাপদ আশ্রয়ে!
Friday, April 25 2025, 3:50 pm

ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত সিকিমের লাচেন ও লাচুং। শুক্রবার পর্যন্ত দেড় হাজার পর্যটককে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার বিকেল থেকে টানা বৃষ্টিতে সিকিমের লাচেন ও লাচুংয়ের বিভিন্ন জায়গায় ধস নামতে শুরু করে। লাচেন চুংথাং সড়কের মুন্সিথাং, লাচুং চুংথাং অংশের লেমায়ও ধস নামে। যোগাযোগ ব্যবস্থা বন্ধ হওয়ার ফলে সিকিমের রাস্তায় আটকে পড়েন দেড় হাজার পর্যটক। তড়িঘড়ি উদ্ধারকাজে নামে বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম। সিকিমের এক উচ্চপদস্থ পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার পর্যন্ত দেড় হাজার পর্যটককে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে পেরেছেন উদ্ধারকারীরা। ধসের জেরে উত্তর সিকিমের সমস্ত ভ্রমণ অনুমতিপত্র বাতিল করেছে প্রশাসন।
- Related topics -
- দেশ
- সিকিম
- পর্যটন কেন্দ্র
- পর্যটক
- ভূমিধস
- জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী
- ভ্রমণ
- ভারত
- পুলিশ প্রশাসন