Kunal Kamra | রয়েছে গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ কুণাল কামরা!

Friday, March 28 2025, 7:56 am
highlightKey Highlights

গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিন চেয়ে মাদ্রাজ হাই কোর্টে আবেদন করলেন কুণাল। রক্ষাকবচও চেয়েছেন তিনি।


মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে নিয়ে 'মজা'র ছলে কটাক্ষ করা নিয়ে বিতর্কের মুখে কমেডিয়ান কুণাল কামরা। এরপর থেকেই প্রাণনাশের হুমকি পাচ্ছেন তিনি। শিল্পীর ঘনিষ্ঠ মহলের দাবি, কমপক্ষে ‘৫০০টি হুমকি ফোন’ পেয়েছেন তিনি। যে হোটেলে এই শো রেকর্ড করা হয়েছিল, রবিবার সেখানে হামলা চালায় শিব সেনা (শিণ্ডে) সমর্থকরা। এদিকে কুণালকে তলব করেছে পুলিশও। এই আবহে গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিন চেয়ে মাদ্রাজ হাই কোর্টে আবেদন করলেন কুণাল। রক্ষাকবচও চেয়েছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File