R G Kar | 'তিলোত্তমা'র বাবাকে আইনি নোটিস, চারদিনের সময়ও বেঁধে দিলেন কুণাল ঘোষ!

আদালত অবমাননার অভিযোগে আরজিকর ধর্ষণ খুন কাণ্ডে নির্যাতিতার বাবাকে আইনি নোটিস পাঠালেন কুণাল ঘোষ।
আদালত অবমাননার অভিযোগে আরজিকর ধর্ষণ খুন কাণ্ডে নির্যাতিতার বাবাকে আইনি নোটিস পাঠালেন কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের হুঁশিয়ারি, ক্ষমা চাইতে হবে 'তিলোত্তমা'র বাবাকে। নাহলে চারদিন পর মামলা করবেন কুণাল। যদিও আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাবার দাবি, তিনি এখনও কোনও নোটিস পাননি। তৃণমূল নেতার দাবি, 'তিলোত্তমা'র বাবা সংবাদমাধ্যমে বলেছেন, “সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে। রাজ্য সরকার টাকা দিয়েছে। কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটল করেছে”, তাঁর এই বক্তব্য কোর্টে প্রমাণ করতে হবে তিলোত্তমার বাবাকে।
- Related topics -
- শহর কলকাতা
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- কুনাল ঘোষ