Kumbh Mela | ২১ মাস ধরে চলবে কুম্ভ মেলা, ব্যয় করা হবে দু’হাজার কোটি টাকা!
Wednesday, June 4 2025, 3:58 pm
Key Highlightsআগামী বছর কুম্ভমেলা বসতে চলেছে মহারাষ্ট্রের নাসিকে। তবে এই কুম্ভ মেলা মহাকুম্ভ নয়, সিংহস্ত কুম্ভ।
শুরু হয়ে গেলো কুম্ভ মেলার প্রস্তুতি। আগামী বছর কুম্ভমেলা বসতে চলেছে মহারাষ্ট্রের নাসিকে। তবে এই কুম্ভ মেলা মহাকুম্ভ নয়, সিংহস্ত কুম্ভ। জানা গিয়েছে, ২০২৬ সালের ৩১ অক্টোবর থেকে নাসিক ও ত্র্যম্বকেশ্বরে আয়োজিত হবে সিংহস্ত কুম্ভমেলা। আর এই মেলা চলবে ২১ মাস ধরে! ২৪ জুলাই ২০২৮ শেষ হবে সিংহস্ত কুম্ভ মেলা। এই সিংহস্ত মেলায় নাসিকে ও ত্র্যম্বকেশ্বরে তিনদিন করে অমৃত স্নান রয়েছে। কুম্ভ মেলার জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন দু’হাজার কোটি টাকা ব্যয় করা হবে।
- Related topics -
- দেশ
- ভারত
- মহারাষ্ট্র

