Krishnanagar | খাবার পেয়েই মুখ খুললো দেশরাজ! কৃষ্ণনগরের ঈশিতা মল্লিক ‘খুনে’ ব্যবহৃত অস্ত্র উদ্ধার পুলিশের

শুক্রবার রাতে জেরার পরে দেশরাজ ওই অস্ত্রের হদিশ দেয়। তাঁকে নিয়েই তদন্তকারীরা ওই অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
কৃষ্ণনগরের ঈশিতা খুনের মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত দেশরাজ এবং তাঁর মামা কুলদীপ। খুনের পর উত্তরপ্রদেশে পালানোর সময় সেভেন এমএম পিস্তল ফেলে যায় দেশরাজ। ওই পিস্তল দিয়েই ঈশিতাকে খুন করা হয়েছিল। অবশেষে পিস্তলের খোঁজ মিললো। রাতেই দেশরাজকে নিয়ে কৃষ্ণনগর রেল স্টেশন চত্বরে পৌঁছন তদন্তকারীরা। স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের শেষ মাথার ডোবা থেকে উদ্ধার হয় পিস্তল। পুলিশ সূত্রে খবর, রাতে রুটি মাংস খেতে চেয়েছিল অভিযুক্ত দেশরাজ। আবদার মিটতেই মুখ খুলেছে সে।