Krishnanagar | পিস্তলের সঙ্গে ঈশিতার জন্যে ব্রেসলেটও এনেছিল দেশরাজ, কৃষ্ণনগর হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর দাবি অভিযুক্তের
Saturday, September 13 2025, 5:00 am

সম্প্রতি জানা গিয়েছে, শুধু পিস্তল নয়, পালানোর পথে একটি ব্রেসলেটও ফেলে গিয়েছিল দেশরাজ সিং।
কৃষ্ণনগরের ঈশিতা খুনের মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত দেশরাজ এবং তাঁর মামা কুলদীপ। খুনের পর উত্তরপ্রদেশে পালানো সময় সেভেন এমএম পিস্তল ফেলে যায় দেশরাজ। পিস্তলের খোঁজে চিরুণি তল্লাশি চালাচ্ছে নদিয়ার পুলিশ। জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেশরাজ জানিয়েছে, শুধু পিস্তল নয় তার বান্ধবী ঈশিতা মল্লিকের জন্য একটি ব্রেসলেটও উপহার হিসেবে সঙ্গে এনেছিল সে। সেদিন তরুণীকে যোগাযোগ রক্ষার জন্যে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করতে থাকে সে। তরুণী না মানায় পিস্তল দিয়ে তাঁকে গুলি করে।