Kolkata Air Pollution । গত পাঁচ বছরে উন্নতি হয়েছে কলকাতার বাতাসের, দাবি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের

Thursday, January 9 2025, 3:37 am
highlightKey Highlights

কলকাতার প্রতি ঘনমিটার বাতাসে ভাসমান কণা পিএম ২.৫এর পরিমাণ ২০২১ সালে ছিল ৫৭.৬ মাইক্রোগ্রাম। নিয়মিত হারে কমতে কমতে ২০২৪এ এসে পৌঁছেছে ৪৪.৮ মাইক্রোগ্রামে।


গত পাঁচ বছরে বায়ুদূষণ নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে সফল হয়েছে শহর কলকাতা। ন্যাশনাল ক্লিন এয়ার প্রজেক্টে দেশের বিভিন্ন শহরে বায়ুদূষণ কমাতে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে কলকাতার রিপোর্ট এমনই বলছে। কলকাতায় ২০২১ সালে প্রতি ঘনমিটার বাতাসে ভাসমান কণা পিএম ২.৫এর পরিমান ছিল ৫৭.৬ মাইক্রোগ্রাম। ২০২৪এ তার পরিমান এসে দাঁড়িয়েছে ৪৪.৮ মাইক্রোগ্রামে। ক্রমাগত প্রচার এবং নানা ধরনের বিকল্প ব্যবহারেই এমন সাফল্য এসেছে। তবে চিন্তা বাড়াচ্ছে রাজ্যের অন্য দুই শহর আসানসোল এবং দুর্গাপুর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File