রাজ্য

প্রথমবার সমপ্রেমী বিবাহের সাক্ষী থাকল মহানগরী কলকাতা, প্রেমিকের সাথে সাত পাকে বাধা পড়লেন অভিষেক

প্রথমবার সমপ্রেমী বিবাহের সাক্ষী থাকল মহানগরী কলকাতা, প্রেমিকের সাথে সাত পাকে বাধা পড়লেন অভিষেক
Key Highlights

দীর্ঘদিনের প্রেমিক চেতন শর্মাকে বিয়ে করলেন বাঙালি ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়। চারহাত এক হল দুই সমকামী পুরুষের।

টোপর মাথায় বিয়ের মণ্ডপে হাজির বর। হল শুভদৃষ্টি, মালাবদলও। কিন্তু, আর পাঁচটা বিবাহ অনুষ্ঠানের থেকে কিছুটা হলেও অন্যরকম ছিল ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের বিয়ে। তিনি মালা পরালেন দীর্ঘদিনের সঙ্গী চৈতন্য শর্মার গলায়। এই প্রথম সমকামী যুগলের বিয়ের অনুষ্ঠানের সাক্ষী থাকল কলকাতা। 

দেশে এখনও আইনী স্বীকৃতি পায়নি সমকামী বিবাহ। তা সত্ত্বেও হিন্দু ধর্মের রীতি মেনে মালাবদল করেছে এই যুগল। সেখানে দাঁড়িয়ে অভিষক ও চৈতন্যর এই সাহসী পদক্ষেপ মুগ্ধ করেছে শহরবাসীকে।

এই যুগলের বিয়েছে হাজির হয়েছিলেন একাধিক সেলেব। বিয়ের সাক্ষী ছিলেন নৃত্যশিল্পী তনুশ্রী শংকর এবং তাঁর কন্যা শ্রীনন্দা শংকর। মেক আপ শিল্পী অনিরুদ্ধ চাকলাদারকেও দেখা গিয়েছে বিয়ের আসরে। কলকাতার একটি পাঁচতারা হোটেলে বসেছিল বিয়ের আসর। আর তাঁর বর্ণনা নিজের ফেসবুক পেজে তুলে ধরেছেন আমন্ত্রিতদের তালিকায় থাকা নভনীল দাস।

তিনি লেখেন, "বন্ধু অভিষেক রায়ের বিয়ের সাক্ষী ছিলাম। বিয়ের রীতিতে তেমনভাবে বিশ্বাস না করলেও সুন্দর এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুশি। প্রকৃত অর্থেই বরমালা পরলেন দুই বর। আমি উপলব্ধি করলাম সকলের দৃষ্টিভঙ্গি থেকেই ভালোবাসাকে বোঝা উচিত। অনুষ্ঠানে উপস্থিত কেউ কেউ ফিসফিস করলেন, কেউ অবাক হলেন আবার অনেকেই উচ্ছ্বসিত হলেন। কলকাতা শহরে পাঁচ বছর আগেও হয়ত এই জিনিস ভাবা যেত না। সব মিলিয়ে শেষ পর্যন্ত জয় হল অভিষেক এবং চৈতন্যর ভালোবাসার।"


North Bengal | উত্তরবঙ্গে আটকে পড়া পর্যটকদের ফেরাতে বিশেষ বাসের ব্যবস্থা শিলিগুড়িতে, কোন পথে আসছে ট্রেন?
North Bengal | বিপর্যয়ে বিহ্বল উত্তরবঙ্গ, নবান্নে খোলা হল কন্ট্রোল রুম, প্রকাশ্যে হেল্পলাইন নম্বর
DVC Water Release | রবিতেও জল ছাড়ছে মাইথন-পাঞ্চেত, দক্ষিণবঙ্গও কি জলে ভাসবে এ বার?
Weather Update | নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে দুর্যোগ, ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা মহানগরে
Russia-Ukraine | শনিতে ইউক্রেনের রেল স্টেশনে ড্রোন হামলা রুশ সেনার, মৃত অন্ততঃ ৩০
Zubeen Garg Death Case | ‘জুবিনদাকে বিষ খাইয়েছে ওঁর ম্যানেজার’! জেরায় বিস্ফোরক দাবি ড্রামার শেখরজ্যোতির
Train Cancelled | পুজোর মরশুমে বর্ধমান-আসানসোল রুটে বাতিল একাধিক ট্রেন, চলবে ইন্টারলকিংয়ের কাজ