আবহাওয়া

বৃষ্টির পূ্র্বাভাস মিলল, কয়েক ঘন্টার মধ্যেই মেঘাচ্ছন্ন হতে পারে তিলোত্তমার আকাশ

বৃষ্টির পূ্র্বাভাস মিলল, কয়েক ঘন্টার মধ্যেই মেঘাচ্ছন্ন হতে পারে তিলোত্তমার আকাশ
Key Highlights

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা শহরে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও, শুক্রবার সকাল অবধি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা ক্ষীণ। হাওয়া অফিস জানিয়েছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৬ ডিগ্রি সেলসিয়াস। তবে গতদিন অর্থাৎ বৃহস্পতিবার শহরের তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি কম। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে ৯০ ও ৬০ শতাংশ। তবে আজ সর্বাধিক তাপমাত্রা অনেকটাই বাড়বে, ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিসের মোরগ।