আবহাওয়া

ফের তাপমাত্রার পারদ চড়ছে, রয়েছে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা, জানুন আবহাওয়া দফতরের পূর্বাভাস

ফের তাপমাত্রার পারদ চড়ছে, রয়েছে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা, জানুন আবহাওয়া দফতরের পূর্বাভাস
Key Highlights

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে রাজ্যে বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছিল। অক্ষরেখার প্রভাবে রাজ্যে বৃষ্টি অব্যাহত থেকেছে। আজ দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় কালবৈশাখীর ঝড় হবে।

শনিবার থেকে বৃষ্টি বাড়ার পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। কিন্তু সেই বৃষ্টি বেশিদিন হবে না। এই আবহে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রায় লাগাম লাগাতে পারবে না এই বৃষ্টি।

রাজ্য বাসীদের স্বস্তি দিতে আজ ধেয়ে আসছে কালবৈশাখী

গত ২৪ ঘণ্টায় কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে গরমের অস্বস্তি বেড়েছে। বেশ কিছুদিন পরে শুক্রবার কলকাতার পারদ ৩৫ ডিগ্রির গণ্ডি পার করল। গতকাল কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫.৭ ডিগ্রি ও ২৭.৫ সেলসিয়াস, যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ, যার জন্য অস্বস্তি বেড়েছে।

শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৬ ও ২৯ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আদ্রতা বেশ থাকায় অস্বস্তি বজায় থাকবে।