পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা, কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জানালো হওয়া অফিস

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

কয়েকঘন্টার মধ্যেই বাংলায় ঝমঝমিয়ে নামবে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাক্ষী থাকবে বাঁকুড়া, বীরভূম এবং পূর্ব বর্ধমান। এদিকে কলকাতাতেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। জানা গিয়েছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩৫ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি। শুধু কলকাতা নয়, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন ঘটবে না বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File