আবহাওয়ামেঘের দল ঘনিয়ে আসছে শহরে, বজ্রবিদ্যুত সহ বৃষ্টির পূর্বাভাস কমবে তাপমাত্রা
গত কয়েকদিন ধরেই শহর ভিজছে। যার ফলে তাপমাত্রা অনেকটাই কমেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহরে। বিকেলের পরেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে কলকাতায় সঙ্গে ঝোড়ো হাওয়া। জানা গিয়েছে, শুক্রবার সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও, দুপুরের পরেই মেঘ ঘনিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।