রাজ্যভিড় সামাল দিতে না পারার জেরে আপাতত শ্রীভূমিতে মণ্ডপ দর্শন বন্ধ করে দেওয়া হল
অষ্টমীর রাতে শ্রীভূমিতে বুর্জ খলিফা-র বিপুল সংখ্যক মানুষের ভিড় হওয়ায় এবার কড়া ব্যবস্থা নিল ক্লাব কর্তৃপক্ষ। ভিড় সামাল দিতে আপাতত মণ্ডপ দর্শন বন্ধ করে দেওয়া হল। লেজার লাইট নিয়ে আগেই একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। এবার আর কোনও ঝুঁকি না নিয়ে প্রতিমা দর্শন বন্ধ করে দেওয়া হল। শ্রীভূমিমুখি দর্শনার্থীদের ভিড়ে অন্যদিকে প্রবল চাপ তৈরি হয়ে যায় উল্টোডাঙ্গায় দর্শনার্থীদের। শেষপর্যন্ত দেখা যায় রাস্তা দিয়ে গাড়ি চলাচল হচ্ছে না। পুলিশের কাছ থেকে এই রিপোর্ট পেয়েই আপাতত মণ্ডপ দর্শন বন্ধ করে দেয় ক্লাব কর্তৃপক্ষ। তবে কবে ফের মণ্ডপের গেট খোলা হবে তা এখনও পর্যন্ত জানা যাচ্ছে না।