‘বাস ভাড়া বাড়ানো যাবে না, অন্যভাবে পুষিয়ে দেব’, এমনটাই জানিয়ে দিলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম
Wednesday, November 3 2021, 2:19 pm
Key Highlightsরাজ্যে পেট্রোল–ডিজেলের দাম দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। পেট্রোল–ডিজেলের দাম বাড়তে থাকায় বাস মালিক সংগঠনের কর্তারা বাস–ভাড়া বাড়ানোর জন্য চাপ দিচ্ছিলেন। এই পরিস্থিতিতে বুধবার বাস মালিক সংগঠনগুলির সঙ্গে পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম বৈঠক করলেন। এই বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ‘অলটারনেটিভ ফুয়েল নিয়ে কথা চলছে। বাসভাড়া না বাড়ানোর জন্য আজকেও আমি বাস মালিকদের হাত ধরে বললাম, বাবু, তোমাদের অসুবিধা হচ্ছে, কিন্তু একটু সহ্য করো। কারণ কোভিড পরিস্থিতি এবং নোটবন্দির পর সাধারণ মানুষের হাতে টাকা নেই। তাই ভাড়া বাড়িও না। আমি অন্যভাবে তোমাদের পুষিয়ে দেব।’
- Related topics -
- পরিবহন
- পরিবহনমন্ত্রী
- ফিরহাদ হাকিম
- পেট্রল
- ডিজেল
- মূল্যবৃদ্ধি
- বাস ভাড়া

