Kolkata Traffic | শ্রীভূমিতে গিজগিজে ভিড়, ভিআইপি রোডে ট্রাফিক সামলাতে তৎপর বিধাননগর কমিশনারেট

শনিবার থেকেই শ্রীভূমিতে জনতার ঢল নামবে বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় ভিআইপি রোডে সচল রাখাই বড় চ্যালেঞ্জ বিধাননগর কমিশনারেটের কর্তাদের কাছে।
গত রবিবারই খুলে গিয়েছিল শ্রীভূমি পুজো প্যান্ডেলের দরজা। আজ থেকেই সেখানে মানুষের ঢল নামবে, আশা উদ্যোক্তাদের। আর এই প্যান্ডেলের জন্যেই প্রতিবার ভিড় ও যানজটে ভোগে ভিআইপি রোডে। এ অবস্থায় ভিআইপি রোডে সচল রাখাই বড় চ্যালেঞ্জ বিধাননগর কমিশনারেটের কর্তাদের কাছে। ভিড় সামলাতে ভিআইপি রোডে মোতায়েন থাকবেন দু’জন ডেপুটি কমিশনার, চার জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং বহু পুলিশকর্মী। ভিআইপি রোডের গাড়ির চাপ বেশি থাকলে উল্টোডাঙা থেকে বিমানবন্দরের গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে চিংড়িঘাটা হয়ে নিউ টাউনের দিকে।