IndiGo Flight | মাঝআকাশে ফুয়েল লিক! বারাণসী বিমানবন্দরে জরুরি অবতরণ শ্রীনগরগামী ইন্ডিগোর বিমানের

বিমানটিতে মোট ১৬৬ জন যাত্রী ছিলেন। তাঁরা প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন বলে খবর।
পাইলটের তৎপরতায় রক্ষা পেলো ইন্ডিগোর বিমান। জানা গিয়েছে, বুধবার দুপুরে কলকাতা এয়ারপোর্ট থেকে উড়তে শুরু করে শ্রীনগরগামী ইন্ডিগোর একটি বিমান। কিছুক্ষণ পরই আচমকা বিমানটিতে ফুয়েল লিক করতে শুরু করে। তড়িঘড়ি যোগাযোগ করা হয় বারাণসী বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। সবুজ সংকেত মিলতেই উড়ানটিকে বিকেল ৪টে ১০মিনিট নাগাদ বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করান তৎপর পাইলটদ্বয়। ‘ক্রু’ ছাড়াও বিমানটিতে মোট ১৬৬ জন যাত্রী ছিলেন। তাঁরা প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন বলে খবর।