Kolkata বাইপাস থেকে উদ্ধার ২৬ কোটির মাদক, দাগী আসামীকে গ্রেফতার করে কলকাতা পুলিশ
Thursday, December 21 2023, 2:26 pm
Key Highlightsকোটি টাকার মাদক সহ কলকাতার বাইপাস থেকে Kolkata Police-র STF-এর জালে ধরা পড়ল এক কুখ্যাত পাচারকারী। তাপস রায় (৩৬) নামে এই অপরাধী বীরভূমের দুবরাজপুর এলাকার বাসিন্দা । শনিবার তল্লাশি চালিয়ে এই ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫.১৭৭ কিলোগ্রাম মাদক। এই মাদক গুলির বাজারমূল্য প্রায় ২৫.৮৮ কোটি টাকা। গোপন সূত্রে খবর পেয়ে ক্যাপ্টেন ভেড়ির কাছ থেকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ওই অভিযুক্তকে আটক করে বলে জানা গিয়েছে।
- Related topics -
- ক্রাইম
- কলকাতা পুলিশ
- বাইপাস
- মাদক পাচার
- গ্রেফতার
- শহর কলকাতা

