Kasba Rape Case | কসবা-কাণ্ডে নির্যাতিতার পরিচয় প্রকাশ নয়! কড়া নির্দেশ দিয়ে বিবৃতি দিলো কলকাতা পুলিশ!

Tuesday, July 1 2025, 8:24 am
highlightKey Highlights

মঙ্গলবার নির্যাতিতার পরিচয় প্রকাশ করার বিষয়ে নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ।


কসবার আইন কলেজে তরুণীকে ধর্ষণ কাণ্ডে উত্তপ্ত রাজ্য তথা গোটা দেশ। এরই মধ্যে মঙ্গলবার নির্যাতিতার পরিচয় প্রকাশ করার বিষয়ে নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। ওই বিবৃতিতে জানানো হয়, কসবাকাণ্ডে অনেকেই নির্যাতিতার গোপন নথির পাশাপাশি বিভিন্ন উপায়ে তাঁর নাম প্রকাশ করার চেষ্টা করছে। তা গুরুতর আইন লঙ্ঘন। যাঁরা এই ধরনের কাজের সঙ্গে জড়িত বা কেউ যদি এই ধরনের কাজ করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেবে পুলিশ। এছাড়াও নির্যাতিতার পরিচয় সংক্রান্ত তথ্য শেয়ার না করারও নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File