খেলা দিবসের রাতে পার্কস্ট্রিটে গুলিবিদ্ধ ১
Tuesday, August 17 2021, 4:58 am
Key Highlights গতকাল অর্থাৎ ১৬ই আগস্ট পশ্চিমবঙ্গে 'খেলা দিবস' পালিত হয়েছে। কলকাতার পার্কস্ট্রিট এলাকায় গতকাল রাতে 'খেলা হবে'-র ফাইনাল ম্যাচ শেষ হওয়ায় ঠিক পরেই উত্তপ্ত হয় এলাকা। সংশ্লিষ্ট এলাকায় ক্লাবের সামনে বসে মদ্যপান করছিল সাহিল, সোহেল ও নবাব নামে ৩ জন দুষ্কৃতী। এমনকি ক্লাবের দরজা ভেঙে দেয় তারা। ক্লাবের সদস্যরা, পাড়া প্রতিবেশীরা সেখানে আসলে তারা ৩ রাউন্ড গুলি চালায়। ২ টি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও তৃতীয় গুলিটি লাগে ক্লাব সদস্যের গায়ে। দুষ্কৃতীরা পালিয়ে গেলেও দুটি স্কুটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
Related topics - - জেলা
- ক্রাইম
- পুলিশ