Kolkata Police | এটা লেন ভায়োলেশন, ট্র্যাফিক নিয়ম ভেঙেছে সেনার গাড়ি, জানালেন কলকাতার ডিসি ট্র্যাফিক!
Tuesday, September 2 2025, 5:38 pm

ট্র্যাফিক নিয়ম ভাঙার কারণে সেনার ট্রাক আটকানো হয়েছিল, এখানে আর্মি বনাম পুলিশের কোনও বিষয়ই নেই মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানালেন কলকাতার ডিসি ট্র্যাফিক ওয়াই শ্রীকান্ত।
আজ সকালে ট্র্যাফিক ভায়োলেশনের অভিযোগে মহাকরণের সামনে আর্মির ট্রাক থামায় কলকাতা ট্রাফিক পুলিশ। এ ঘটনায় সকাল থেকেই টানাপোড়েন চলছে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে কলকাতার ডিসি ট্র্যাফিক ওয়াই শ্রীকান্ত জানালেন, ট্র্যাফিক নিয়ম ভাঙার কারণে সেনার ট্রাক আটকানো হয়েছিল, এখানে আর্মি বনাম পুলিশের কোনও বিষয়ই নেই। ইটা এটা লেন ভায়োলেশন, বিপজ্জনক ড্রাইভিংয়ের ঘটনা। অন্যান্য গাড়ির মতো এ গাড়ির বিরুদ্ধেও সাধারণ ট্র্যাফিক নিয়ম ভাঙার জন্যে আইনি পদক্ষেপ গ্রহণ করছে হেয়ার স্ট্রিট থানা।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- কলকাতা পুলিশ
- ভারতীয় সেনা
- ভারতীয় সেনা
- সেনাকর্মী
- সেনাবাহিনী
- ট্রাফিক সার্জেন্ট
- ট্রাফিক গার্ড