Kolkata Rooftop Restaurant | কলকাতার সমস্ত রুফটপ রেস্তরাঁ বন্ধের নির্দেশ! বড়বাজার-কাণ্ডের পর সিদ্ধান্ত পুরসভার!

Friday, May 2 2025, 2:09 pm
highlightKey Highlights

মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, কলকাতায় কোনও রুফটপ রেস্তরাঁ রাখা যাবে না। অর্থাৎ ছাদের উপর যে রেস্তরাঁ রয়েছে কলকাতায় তা সরিয়ে ফেরতে হবে বা ভেঙে ফেলতে হবে।


দিন কয়েক আগেই বড়বাজারে হোটেলে বিধ্বংসী অগ্নিকান্ডে মৃত্যু হয় ১৪ জনের। এরপর আজ, শুক্রবার সল্টলেক সেক্টর ৫ এর এক কারখানায় আগুন লাগে। এই আবহে শহরের রুফটপ রেস্তরাঁ নিয়ে বড় সিদ্ধান্ত নিলো কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, কলকাতায় কোনও রুফটপ রেস্তরাঁ রাখা যাবে না। অর্থাৎ ছাদের উপর যে রেস্তরাঁ রয়েছে কলকাতায় তা সরিয়ে ফেরতে হবে বা ভেঙে ফেলতে হবে। তার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হবে বলে খবর। কোথায় কোথায় রুফটপ রেস্তরাঁ রয়েছে তা আপাতত ওসিদের খুঁজে সেই তালিকা তুলে দিতে হবে কলকাতার পুরসভার হাতে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File