Kolkata Metro | পুজোর মুখে সুখবর, শনি-রবিতেও নোয়াপাড়া-বিমানবন্দর রুটে চলবে মেট্রো

Wednesday, September 10 2025, 5:37 pm
Kolkata Metro | পুজোর মুখে সুখবর, শনি-রবিতেও নোয়াপাড়া-বিমানবন্দর রুটে চলবে মেট্রো
highlightKey Highlights

কলকাতা মেট্রোর ব্লু লাইন (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোর (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ) মতোই সপ্তাহের প্রতিদিনই নোয়াপাড়া-কলকাতা এয়ারপোর্ট লাইনেও মেট্রো চলবে।


গত ২২শে অগাস্ট কলকাতায় তিনটি মেট্রো রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ২৫ আগস্ট থেকে ইয়েলো রুটটিতে মোট ৪টি স্টেশনে চলছে যাত্রী পরিষেবা। নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং জয় হিন্দ (দমদম বিমানবন্দর) এই রুটটিতে সোম থেকে শুক্র পর্যন্ত মেট্রো চলছিল। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে সপ্তাহান্তেও অর্থাৎ শনি রবিতেও এই রুটে পাওয়া যাবে মেট্রো। শনিবার সকাল ৭টা ৩৫ মিনিট থেকে সন্ধ্যা ৮টা ৩২ পর্যন্ত এবং রবিবার সকাল ৮টা ৩৫ থেকে রাত ৮টা ২২ মিনিট অবধি পাওয়া যাবে মেট্রো।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File