Kolkata Metro | কবি সুভাষের পর এবার শহীদ ক্ষুদিরাম! পুজোর মুখে টালিগঞ্জ থেকেই ফিরে যাবে ৩২টি ট্রেন

Thursday, September 11 2025, 4:09 pm
highlightKey Highlights

পুজোর মুখে দক্ষিণ কলকাতায় কমছে মেট্রো পরিষেবা। এবার ট্রেন কমছে শহিদ ক্ষুদিরাম স্টেশনেও।


কর্মব্যস্ত দিনে ফের ভোগান্তি মেট্রোযাত্রীদের। সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর ১২.৫০ মিনিট পর্যন্ত ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকে পরিষেবা। উৎসবের মরশুমে উদ্বেগের খবর মহানগরীর বাসিন্দাদের জন্যে। বেশ কদিন আগেই বন্ধ হয়েছিল কবি সুভাষ মেট্রো স্টেশন। বৃহস্পতিবার মেট্রোর তরফে জানানো হয়েছে এবার থেকে বেশ কিছু ট্রেন পরিষেবা মহানায়ক উত্তম কুমার স্টেশন অবধিই যাবে। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, ২৭২এর মধ্যে ৩২টি ট্রেন কবি সুভাষ স্টেশন অবধি যাবে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File