পরিবহনযাত্রী পরিষেবা স্বাভাবিক করতে বাড়বে ট্রেন, ১৫ মার্চ থেকে ফের চালু হতে পারে মেট্রোয় টোকেন পরিষেবা
সূত্রের খবর অনুযায়ী, করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ প্রায় ১১ মাস পরে আগামীকাল থেকে কলকাতার ট্রেনের পরিমান বাড়াতে চলেছে মেট্রো। পাশাপাশি আগামী ১৫ ই মার্চ থেকে ফিরে আসতে চলেছে টোকেন পরিষেবা। জেলায় ধীরে ধীরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে এবং যাত্রী পরিষেবা পূর্বের মতন স্বাভাবিক করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে। টোকেন ব্যবহার হলে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন মেট্রোর কর্মীদের বড় অংশ। কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছেন যে যাবতীয় প্রস্তুতি নিয়েই টোকেন চালু করা হচ্ছে।