Kolkata Metro | ছুটির দিনেও সকাল সকাল পাবেন মেট্রো, জেনে নিন রবিবার ব্লু ও গ্রিন লাইনের সময়সূচি

Friday, December 12 2025, 2:24 pm
highlightKey Highlights

রবিবার হলেও সকাল ৭টা থেকেই ব্লু ও গ্রিন লাইনে মেট্রো চলবে। শুক্রবার এনিয়ে বিজ্ঞপ্তি জারি করল মেট্রো কর্তৃপক্ষ।


শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে মেট্রো কতৃপক্ষ জানিয়েছেন, রবিবার রাজ্যজুড়ে স্টেট এলিজিবিলিট টেস্ট বা সেটের জন্য অতিরিক্ত মেট্রো চলবে শহরে। জানানো হয়েছে, ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে রবিবার ১৩০টির বদলে ১৪৪ টি মেট্রো চলবে। গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত রবিবার ১০৪টি মেট্রোর বদলে চলবে ১১৮ মেট্রো। দুই লাইনেই সকাল ৭টা থেকে শুরু হবে পরিষেবা। রাতের মেট্রোর সময়ের কোনও বদল হচ্ছে না। তবে পার্পল ও অরেঞ্জ লাইনে রবিবার কোনও মেট্রো চলবে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File