Kolkata Metro | নোয়াপাড়া-কবি সুভাষ রুটে কম চলবে মেট্রো! মহাবীর জয়ন্তীতে কলকাতা মেট্রোর পরিষেবায় কাটছাঁট!
Thursday, April 10 2025, 7:04 am

আজ, বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী উপলক্ষে কলকাতায় চলবে কম মেট্রো
আজ, বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী উপলক্ষে কলকাতায় চলবে কম মেট্রো। ২৩৬টি মেট্রো চলবে ব্লু লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে কবি সুভাষ রুটে। ৯০টি মেট্রো চলবে গ্রিন লাইন ওয়ানে। যদিও গ্রিন লাইন টু, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে সাড়ে ৯টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮ এ। কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো ৯টা ৪০ মিনিটে ছাড়বে। এ ছাড়া স্পেশাল নাইট মেট্রো থাকছে রোজের মতোই।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- দক্ষিণেশ্বর মেট্রো
- মেট্রো
- মেট্রো সময়সূচি
- মেট্রো কর্তৃপক্ষ