Kolkata Metro | এবার এয়ারপোর্টে মেট্রো বদল না করেই পৌঁছে যাবেন শহিদ ক্ষুদিরাম! পরিষেবা চালুর ঘোষণা কতৃপক্ষের

১৫ ডিসেম্বর থেকে পরীক্ষামূলক ভাবে জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পরিষেবা শুরু হতে চলেছে বলে ঘোষণা করা হয়েছে।
এবার এয়ারপোর্ট থেকে মেট্রো বদল না করেই পৌঁছে যাওয়া যাবে শহিদ ক্ষুদিরাম স্টেশনে। সূত্রের খবর, নোয়াপাড়া হয়ে এই মেট্রো ছুটবে। শনিবার মেট্রো কতৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, ১৫ ডিসেম্বর থেকে সকাল ও সন্ধেয় বিমানবন্দর রুটে এই পরিষেবা শুরু হতে চলেছে। সকাল ৯টা ৩৬ মিনিটে একটি মেট্রো জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরামের দিকে যাবে। অন্যটি রাত ৯টায় জয়হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে ছাড়বে। এই দু’টি মেট্রোয় সরাসরি শহিদ ক্ষুদিরাম অবধি যাওয়া যাবে। নোয়াপাড়ায় মেট্রো বদল করতে হবে না।
