Kolkata Metro | ৩০ মিনিট খোলা মেট্রোর দরজা, ব্যাহত যান চলাচল, শোভাবাজারে ভোগান্তিতে যাত্রীরা

শোভাবাজার সুতানুটি স্টেশনে দাঁড়িয়ে মেট্রো। প্রায় ৩০ মিনিট দমদমগামী লাইনে বন্ধ মেট্রো চলাচল।
কলকাতা ব্লু লাইনে মেট্রো ভোগান্তি অব্যাহত। সন্ধ্যায় চরম বিভ্রান্তির শিকার দমদমগামী যাত্রীরা। বৃহস্পতিবার সন্ধেয় ব্যস্ত সময়ে শোভাবাজার সুতানুটি স্টেশনে প্রায় ৩০ মিনিট দমদমগামী লাইনে দাঁড়িয়ে থাকলো মেট্রো। বহুক্ষণ মেট্রোর রেকের দরজা খোলা থাকায় ব্যাহত হলো পরিষেবা। ফলে দক্ষিণেশ্বরগামী মেট্রো স্টেশনগুলিতে যাত্রীদের ভিড় বাড়ে। এদিকে কলকাতা মেট্রোর তরফে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো।