Kolkata Metro | ভিড়ের চোটে মেট্রো বিভ্রাট, ৬০ হাজার ছাড়িয়েছে দৈনিক যাত্রী সংখ্যা, নাজেহাল দশা এসপ্ল্যানেড-দমদমের

কলকাতা মেট্রো রেলের আদি রুট অর্থাৎ ব্লু লাইনের এসপ্ল্যানেড ও দমদম স্টেশনের পরিস্থিতি চিন্তায় ফেলেছে ওই দু’টি স্টেশনে কর্মরত মেট্রোর কর্মীদের।
নতুন মেট্রো রুট উদ্বোধন হতেই বিপাকে কলকাতা মেট্রো কতৃপক্ষ। এ বছর ১লা সেপ্টেম্বর অফিস টাইমে বা যে কোনও কাজের দিনে সর্বাধিক যাত্রীপরিবহনের রেকর্ড করেছে তাঁরা। সে দিন মেট্রোর যাত্রিসংখ্যা ছিল ৮ লক্ষ ৭ হাজার। ব্লু লাইন ব্যবহার করেন ৫ লক্ষ ৮৩ হাজার যাত্রী। দমদম ও এসপ্ল্যানেডের যাত্রীসংখ্যা ছিল যথাক্রমে ৬৬ হাজার এবং ৫৭ হাজার। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুট চালু হওয়ায় যাত্রীরা ভারী লাগেজ সুদ্ধ মেট্রোতে উঠছেন। ফলে ভিড়ের চাপে কোনঠাসা অন্যান্যরা। বিপুল শূন্যপদ সমস্যা না মিটলে পরিস্থিতি আরো জটিল হবে, মত নিত্যযাত্রীদের।