Kolkata Metro | সপ্তাহান্তে ব্লু লাইনে মিলছে না মেট্রো, সাতসকালে ভোগান্তি অফিসযাত্রীদের

দক্ষিণেশ্বর থেকে বরানগর পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ। বরানগর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা পাওয়া যাচ্ছে।
শনিবার সকাল থেকেই ব্লু লাইনে মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে। আপাতত দক্ষিণেশ্বর থেকে বরানগর পর্যন্ত মিলছেনা ট্রেন। মেট্রো কতৃপক্ষ জানিয়েছে, সিগন্যালের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য পরিষেবা বন্ধ রয়েছে। দ্রুত দক্ষিণেশ্বর থেকে মেট্রো চালু হবে। এই ঘটনায় ক্ষোভের সুর যাত্রীদের মুখে। শনিবার সকালে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে অপেক্ষারত এক যাত্রী বলেন, ‘এই লাইনে ট্রেন লেটে আসা রোজনামচা হয়ে গিয়েছে। প্রতিদিন নিত্য নতুন সমস্যা।’ উল্লেখ্য, প্লাটফর্ম মেরামতির জন্যে কবি সুভাষ স্টেশন আপাতত বন্ধ রাখা হয়েছে।
